আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের বিখ্যাত যমুনা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের ছয় জনের৷ আহতের সংখ্যা তিন৷ দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাদাবাদ এলাকায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে,আজ বৃহস্পতিবার সকালে একটি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ছোট গাড়িটির৷
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয়জনের৷ বাকি তিনজন ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ৷ যমুনা এক্সপ্রেসওয়েটি রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক৷ ছয় লেনের এই সড়কটি উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ অত্যাধুনিক এই সড়ক দুর্ঘটনা প্রবণ নয় বলেই জানানো হয়েছিল৷