News71.com
 International
 01 Jun 17, 11:10 AM
 326           
 0
 01 Jun 17, 11:10 AM

কূলভূষণ ইস্যুতে আন্তর্জাতিক আদালতে মুখ পোড়ানোর পর ক্ষত সারাতে হাবিব ইস্যুতে সরব পাকিস্তান।।  

কূলভূষণ ইস্যুতে আন্তর্জাতিক আদালতে মুখ পোড়ানোর পর ক্ষত সারাতে হাবিব ইস্যুতে সরব পাকিস্তান।।   

আন্তর্জাতিক ডেস্কঃ কূলভূষণ যাদব ইস্যুতে আন্তর্জাতিক আদালতে মুখ পোড়ানোর পর এবার পাকিস্তানের প্রাক্তন সেনা কর্তা মহম্মদ হাবিব জাহির নিয়ে সরব হল নওয়াজ শরিফের সরকার। প্রাক্তন ওই সেনা কর্তা নেপাল থেকে নিখোঁজ হয়ে যায়। এই বিষয়ে ভারতের কাছে সম্পূর্ণ তথ্য আছে বলে দাবি করেছে পাকিস্তান। ইতিমধ্যে ইসলামাবাদকে চিঠি দিয়ে সেকথা জানিয়েও দেওয়া হয়েছে।

চলতি বছরের এপ্রিলের ৬ তারিখ নেপাল থেকে নিখোঁজ হয় পাকিস্তানের প্রাক্তন সেনা কর্তা লেফটেনেন্ট মহম্মদ হাবিব জাহির৷ এই ঘটনার পেছনে ভারতের হাত রয়েছে বলে বরাবর দাবি করে এসেছে পাকিস্তান। যদিও পাকিস্তানের এই দাবিকে কখনই খুব একটা পাত্তা দেয়নি ভারত। এখন কূলভূষণ ইস্যুতে যখন আন্তর্জাতিক আদালতে মাথা নিচু হয়েছে ঠিক তখনই ফের একবার সেই দাবিতে সরব হল ইসলামাবাদ।

এদিকে পাক সরকার মহম্মদ হাবিবকে সেনা কর্তা হিসাবে দাবি করলেও আন্তর্জাতিক মহলে সে একজন আইসআই(ISI)এজেন্ট হিসাবে পরিচিত। গত এপ্রিল থেকে সে নিখোঁজ হয়ে যায়৷ জানা যায়,রাষ্ট্রসংঘের হয়ে একটি পদে যোগ দেওয়ার জন্য নেপালে পৌঁছায় সে। তবে ওই মাসের ৬ তারিখের পর থেকে তাঁর আর কোনও খোঁজ মেলেনি৷ এই বিষয়ে পাকিস্তান এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন