News71.com
 International
 01 Jun 17, 11:09 AM
 186           
 0
 01 Jun 17, 11:09 AM

তুর্কিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ সেনা সদস্য নিহত।।  

তুর্কিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ সেনা সদস্য নিহত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ তুর্কি সেনাবাহীর একটি হেলিকপ্টার বিধ্বস্তে ১৩ সেনা সদস্য নিহত হয়েছেন। জানা যায়,ইরাক সীমান্তের দক্ষিণ-পূর্ব তুরস্কের সিরনাক প্রদেশের সিনোবা বেজ থেকে উড্ডয়নের পরপরই এএস৫৩২ কগার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে,উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সঙ্গে সংযোগের ফলে হেলিকপ্টরটি বিধ্বস্ত হয়েছে। তুরস্কের সিরনাক প্রদেশের গর্ভনর অফিস জানিয়েছে,উড্ডয়নের মাত্র ৩ মিনিটের মাথায় স্থানীয় সময় গতকাল বুধবার রাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন