News71.com
 International
 01 Jun 17, 10:28 AM
 223           
 0
 01 Jun 17, 10:28 AM

রিলা'নামে জনপ্রিয় সমকামী ডেটিং অ্যাপ বন্ধ করল চীন ।।

রিলা'নামে জনপ্রিয় সমকামী ডেটিং অ্যাপ বন্ধ করল চীন ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সমকামীদের জন্য চীনের একটি ডেটিং অ্যাপ দেশটির কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। রিলা'নামে ওই অ্যাপের ৫০ লাখের বেশি ব্যবহারকারী ছিল। রিলা অ্যাপটি এখন অ্যান্ড্রয়েড বা অ্যাপলের অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে না। তা ছাড়া এটার ওয়েবসাইট ডিলিট করা হয়েছে।


কিন্তু এসব করার কারণ কী? কেন এটা বন্ধ করা হয়েছে সেটা এখনো পরিষ্কার না। গত সপ্তাহে এর ব্যবহারকারীরা হঠাৎ আবিষ্কার করেন যে অ্যাপটি তারা ব্যবহার করতে পারছেন না। সমকামিতা নিয়ে রক্ষণশীল মনোভাব লক্ষ করা যায় দেশটিতে। তবে রিলা'র পক্ষ থেকে বলা হয়েছে,রিলা সব সময় তোমাদের সাথে ছিল এবং ফিরে আসা পর্যন্ত অপেক্ষা কর।

রক্ষণশীল মনোভাবঃ চীনের রাষ্ট্রীয় ইন্টারনেট রেগুলেটরি সংস্থা সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। সমকামিতা চীনে অবৈধ নয়। তবে ২০০১ সাল পর্যন্ত সমকামিতাকে মানসিক অসুস্থতা হিসেবে দেখা হতো। এবং এখনো এর বিরুদ্ধে একটা রক্ষণশীল মনোভাব লক্ষ করা যায় দেশটিতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন