আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলংকায় বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২০২ জন হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে সুত্র এ খবর জানিয়েছে। প্রসঙ্গত,গত শুক্রবারের প্রাকৃতিক দুর্যোগের পর ছয় লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
এ ব্যাপারে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে,এই ঘটনায় নিখোঁজদের তালিকায় এখনো আরো ৯৬ জন রয়েছে। এদিকে,বন্যাকবলিত এলাকায় আন্তর্জাতিক ত্রাণ সামগ্রী পৌঁছেছে বলেও জানানো হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রবি করুণায়েক বলেন,১৬টি দেশ ত্রাণ সামগ্রী ও ওষুধ পাঠিয়েছে। তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তান সবচেয়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় চিকিৎসক দল পাঠিয়েছে।