আন্তর্জাতিক ডেস্কঃ ভেনিজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভকালে গত দুই মাসে প্রায় তিনহাজার লোককে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির ক্রিমিনাল জাস্টিস ফোরামের বরাতে সুত্র আজ মঙ্গলবার এ খবর জানায়। দেশটির বিরোধী পক্ষ অভিযোগ করেছে,প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছেন। অপরদিকে প্রেসিডেন্টের পাল্টা অভিযোগ,বিরোধী পক্ষ অভ্যুত্থানের মাধ্যমে তাকে উৎখাতের চেষ্টা চালাচ্ছে। ফোরো প্যানেল নামের ক্রিমিনাল জাস্টিস ফোরাম পরিচালক আলফ্রেডো রোমিরো সংবাদ সম্মেলনে জানান,এখন পর্যন্ত ২ হাজার ৯৭৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৩৫১ জনকে আটকাদেশ প্রদান করা হয়।
ফোরামের আইনজীবী এলনসো মেডিনা বলেন,দেশটির সামরিক আদালত ১৯৭ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে। আইনজীবীগণ জানান, গত ১ এপ্রিলের পর থেকে এখন পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে ৬০ জনকে হত্যা করা হয়েছে। দেশটির সরকার ও বিরোধী পক্ষ একে অপরকে আন্দোলনে কর্মীদের হাতে অস্ত্র তুলে দিয়ে সন্ত্রাস তৈরির অভিযোগ করেছে। বিরোধী পক্ষ অভিযোগ করেছে,মাদুরোর সরকার অর্থনৈতিক সংকট সৃষ্টি করছে। খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ সংকট তৈরি করছে। অপরদিকে সোশ্যালিস্ট প্রেসিডেন্ট মাদুরো বলেন,যা সংকট তা যুক্তরাষ্ট্রের মদদে সৃষ্ট।