News71.com
 International
 31 May 17, 02:37 PM
 201           
 0
 31 May 17, 02:37 PM

হোয়াইট হাউসের জনসংযোগ প্রধান মাইক দুবকে পদত্যাগ করেছেন।।  

হোয়াইট হাউসের জনসংযোগ প্রধান মাইক দুবকে পদত্যাগ করেছেন।।   

আন্তর্জাতিক ডেস্কঃ হোয়াইট হাউসের জনসংযোগ প্রধান মাইক দুবকে পদত্যাগ করেছেন। মাত্র তিন মাস আগে গণমাধ্যমের ব্যাপারে হোয়াইট হাউসের কৌশল আরও উন্নত করার লক্ষ্যে মাইককে নিয়োগ দেয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে নিয়োগ দিয়েছিলেন।

খবরে বলা হয়,মাইক দুবকে পদত্যাগের পর হোয়াইট হাউসের প্রেস সচিব শন স্পাইসার তার পদে বহাল থাকবেন। মাইক জানিয়েছেন,গত ১৮ মে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বিদেশ সফর থেকে দেশে না পর্যন্ত তিনি স্বপদে ছিলেন। পদত্যাগপত্র জমা দেয়ার পর প্রেসিডেন্টের সঙ্গে তার ভালো আলাপ হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন