News71.com
 International
 31 May 17, 11:50 AM
 207           
 0
 31 May 17, 11:50 AM

সুন্দরবন রক্ষায় সবাইকেই এগিয়ে আসতে হবে।। পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ

সুন্দরবন রক্ষায় সবাইকেই এগিয়ে আসতে হবে।। পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ

আন্তর্জাতিক ডেস্কঃ দিন দিন সুন্দরী গাছ কমছে সুন্দরবনে। মিষ্টি জলের যোগান কমার ফলেই ঘটছে এমন বিপত্তি। নতুন করে সুন্দরী গাছ জন্মাচ্ছে না এই অঞ্চলে। এটা ভয়ঙ্কর বিপদের আশঙ্কা,এমনটা ঘটতে থাকলে হারিয়ে যেতে পারে সুন্দরবন। গতকাল মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার সজনেখালিতে বনদফতরের একটি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ এই উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন,সুন্দরবনকে রক্ষা করার দায়িত্ব সবাইকেই নিতে হবে। যেমন বন দফতর একে রক্ষা করবে,তেমনই যৌথ বন পরিচালনা কমিটি ও এলাকার সাধারণ মানুষকেও এই জঙ্গল রক্ষার কাজে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বনমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদীপ শুক্লা,বিকাশ সিংহ,ড. আর কে সাহানি,নীলাঞ্জন মল্লিকের মত রাজ্যের বিভিন্ন বন কর্মকর্তারা। বনদফতরের উদ্যোগে সুন্দরবনের জীব বৈচিত্র্য ও জঙ্গল রক্ষা সংক্রান্ত অনুষ্ঠানে যৌথ বন পরিচালনা কমিটির হাতে সুন্দরবনের পর্যটন দফতরের পক্ষ থেকে প্রাপ্ত লভ্যাংশ তুলে দেন বনমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন