News71.com
 International
 30 May 17, 11:17 PM
 169           
 0
 30 May 17, 11:17 PM

গ্রেফতারি এড়াতে মালয়েশিয়ার নাগরিকত্ব চান বিতর্কিত বক্তা ভারতীয় নাগরিক জাকির নায়েক।।  

গ্রেফতারি এড়াতে মালয়েশিয়ার নাগরিকত্ব চান বিতর্কিত বক্তা ভারতীয় নাগরিক জাকির নায়েক।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ড. জাকির নায়েক মালয়েশিয়ার নাগরিকত্ব চান। এনআইএ-এর বরাত দিয়ে সুত্র এই খবর জানিয়েছে। গ্রেফতারি এড়াতেই তিনি এই পদক্ষেপ নিতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও মালয়েশিয়া সরকারের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেক্ষেত্রে জাকির নায়েক মালয়েশিয়াতে গিয়ে কী করে গ্রেফতার এড়াবেন,সে বিষয়েই প্রশ্ন উঠেছে।

গত বছর বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশন এলাকায় হোলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হানা হয়। সেই হামলায় অংশ নেওয়া জঙ্গিরা বিতর্কিত ভারতীয় ধর্মীয় প্রবক্তা জাকির নায়েকের অনুষ্ঠান ‘পিস টিভি’তে দেখে অনুপ্রাণিত হয়েছিল বলে জানা যায়। পরে কাশ্মীরে হিজবুল মুজাহিদিন জঙ্গি কমান্ডার বুরহান ওয়ানিকে হত্যা করে সেনাবাহিনী। জানা যায় তিনিও জাকির নায়েকের অনুষ্ঠাণের ভক্ত ছিলেন। ইতিমধ্যে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ উঠছে জাকির নায়েকের সংস্থার বিরুদ্ধে। মুম্বাইতে সেই সংস্থায় তালা ঝুলিয়েছে পুলিশ। বন্ধ করা হয়েছে তার ‘পিসি টিভি’র অনুষ্ঠান সম্প্রচার। ঢাকার গুলশনে হামলার পরই মুম্বাই ছেড়ে সৌদি আরবে চলে গিয়েছেন জাকির নায়েক। তিনি এখন সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইতে রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন