News71.com
 International
 30 May 17, 03:21 PM
 188           
 0
 30 May 17, 03:21 PM

ইয়েমেনে কলেরায় আরও ৩৪ জনের মৃত্যু।।  

ইয়েমেনে কলেরায় আরও ৩৪ জনের মৃত্যু।।   

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি সময়ে ইয়েমেনে আবারো প্রকট রূপ নিয়েছে কলেরা। গত দুই সপ্তাহেরও কম সময়ে দেশটিতে কলেরায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন এবং ২ হাজারেরও বেশি লোক অসুস্থ অবস্থায় আছেন। আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন কর্মকর্তা বলেন,২৭ শে এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত সানাসহ নয়টি অঞ্চলে ৩৪ জন কলেরাজনিত রোগে মারা গেছে এবং ২,০২২ জন পানিবাহিত ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছে। এদিকে,এক বছরের মধ্যে ইয়েমেনে এটি দ্বিতীয়বারের মত কলেরা আক্রমণ। স্থানীয় রিপোর্ট অনুযায়ী,হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চল সানাতেই কলেরার প্রাদুর্ভাব বেশি। উল্লেখ্য,ইয়েমেনে যুদ্ধের কারণে অধিকাংশ হাসপাতাল ধ্বংস হয়ে গেছে এবং দেখা দিয়েছে খাবার ও পানির তীব্র সংকট। রাজধানী এডেনেও একই অবস্থা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন