News71.com
 International
 30 May 17, 02:59 PM
 170           
 0
 30 May 17, 02:59 PM

মোরা'র প্রভাবে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ।।  

মোরা'র প্রভাবে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ।।   

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় 'মোরা'র প্রভাবে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে সব ধরনের নৌযান চলাচল আজ মঙ্গলবারও বন্ধ রয়েছে। সকাল থেকে এখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। শিমুলিয়ায় এখন ৩ নম্বর সংকেত চলছে। তবে সীমিত আকারে ফেরি চলাচল করছে। এতে দুই পারে ৪ শ যান পারপারের অপেক্ষায় রয়েছে। বিআইডব্লিউটিএ এর বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টায় জানান,১ নম্বর সংকেত থাকা অবস্থায়ই গতকাল সোমবার বিকালে সব নৌযান বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে অবস্থা আরও প্রকট। পাশে চাঁদপুরে ৮ নম্বর উপকূলীয় সংকেত চলছে। নদী উত্তাল। তাই নৌযান চলাচলে নিষেধ করা হয়েছে। তবে সীমিত আকারে কয়েকটি ফেরি চলছে মাত্র।

শিমুলিয়াস্থ বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ মো. খালেদ নেওয়াজ জানান, পদ্মা উত্তাল থাকায় গতকাল সোমবার রাত পৌনে ৮টা থেকে ফেরি চলাচল সীমিত করা হয়েছে। তিনি মঙ্গলবারের সকালের চিত্র বর্ণনা করে জানান,৩টি রো রো,৩ টি কে-টাইপ,২টি মাঝারি ও উচ্চক্ষমতার টাগ বোট দিয়ে ২টি ডাম্পসহ মোট ১০টি ফেরি সর্তকতার সাথে চলছে। দুই পারে যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। তার হিসাব মতে দুই পারে ৪ শ যান পারাপারের অপেক্ষায় রয়েছে। এ ছাড়াও জেলার অন্যান্য নদীগুলো নৌযান চলাচল বন্ধ প্রায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন