News71.com
 International
 30 May 17, 02:56 PM
 176           
 0
 30 May 17, 02:56 PM

সীমান্তে ভারতীয় সেনাদের হাতে দুই পাক সেনাকে হত্যা।।  

সীমান্তে ভারতীয় সেনাদের হাতে দুই পাক সেনাকে হত্যা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় সেনেদের হাতে ফের জীবন গেল দুই পাকিস্তানি সেনার। গতকাল সোমবার সন্ধ্যায় পাকিস্তানি সেনাদের হামলার পরিকল্পনা উড়িয়ে দিয়ে দুই সেনাকে গুলি করে হত্যা করে ভারতীয় সেনারা। উরি সেক্টরে ভারতীয় সেনার উপর হামলা চালানোর চেষ্টা করছিল পাকিস্তানের ‘বর্ডার অ্যাকশন টিম’। আর তাদের আটকাতে গিয়েই শুরু হয় গুলির লড়াই।

আজ মঙ্গলবার শ্রীনগরে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়,গতকাল সোমবার সন্ধ্যায় উরি সেক্টরের কাছে ভারতের স্পেশাল ফোর্সের হাতে মারা যায় দুই পাক সেনা। আরও জানানো হয়,তিনটি গাড়ি ভর্তি পাক সেনাবাহিনীর উপর আক্রমণ করে ভারতীয় সেনারা। আর তাতেই দুজনের মৃত্যু হয়। আহত হয় আরও চার পাক সেনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন