News71.com
 International
 29 May 17, 05:50 PM
 182           
 0
 29 May 17, 05:50 PM

পানামা পেপার'মামলায় জিজ্ঞাসাবাদের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজের পুত্র হোসেন।।  

পানামা পেপার'মামলায় জিজ্ঞাসাবাদের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজের পুত্র হোসেন।।   

আন্তর্জাতিক ডেস্কঃ নওয়াজ শরীফের ছেলে হোসেন নওয়াজকে পানামা পেপার মামলায় জিজ্ঞাসাবাদ করল সুপ্রিম কোর্টের যৌথ তদন্তকারী দল বা joint investigation team(JIT)। এই জিজ্ঞাসাবাদের সময় হুসেনের সঙ্গে তার আইনজীবী উপস্থিত ছিলেন,কিন্তু জেআইটি তাঁর আইনজীবীর উপস্থিতিতে আপত্তি জানায়। তাঁদের বক্তব্য,আদালতের অনুমতির পরই তিনি আইনজীবীর সাহায্য নিতে পারবেন।

জেআইটি-র কর্মকর্তরা জানান,হুসেন পরে একাই হাজির হন এবং প্রায় দু’ঘন্টা এই জিজ্ঞাসাবাদ পর্ব চলে৷ সূত্রের খবর,সমন জারি করার পর হুসেন ইসলামাবাদের জেআইটি-র দফতরে পৌঁছন৷উল্লেখ্য,জেআইটির দুই সদস্যের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ এনে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেন হুসেন৷ জেআইটির এক সদস্য,পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশারফের ঘনিষ্ঠ বলে জানা যায়৷ অন্যদিকে অপর সদস্যকে পাঞ্জাবের প্রাক্তন গভর্ণর মিয়া আজহারের আত্মীয় বলে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন