আন্তর্জাতিক ডেস্ক : ১৯৯৮ সালে পাকিস্তানের পরমাণু পরীক্ষার ফলে দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বজায় রয়েছে বলে দাবি করলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গতকাল রবিবার, পাক পরমাণু পরীক্ষার বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে এসে শরিফ দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। বলেন, পাকিস্তানের পরমাণু শক্তি দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য এনেছে। তাঁর দাবি, পাকিস্তান পরমাণু শক্তিধর হওয়ায় এই অঞ্চলের বহু ছোট রাষ্ট্র স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
শরিফ জানান, পরমাণু শক্তিধর হওয়ার পর এখন পাকিস্তানের লক্ষ্য হল অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেকে মেলে ধরা। এদিন নওয়াজ বলেন, ১৯ বছর আগে, আমরা নিজেদের প্রতিরক্ষা ক্ষেত্রকে অভেদ্য করতে সক্ষম হয়েছি। এবার দেশের অর্থনীতিকে মজবুত ও স্থিতিশীল করতে হবে।