News71.com
 International
 29 May 17, 02:57 PM
 199           
 0
 29 May 17, 02:57 PM

তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরীও রওনা দিল উত্তর কোরিয়ার দিকে।।  

তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরীও রওনা দিল উত্তর কোরিয়ার দিকে।।   

আন্তর্জাতিক ডেস্কঃ এক এক করে কোরিয়ার উপকূলে বাড়ছে মার্কিন বিমানবাহী রণতরীর সংখ্যা। আগেই পৌঁছেছিল দুটি। এবার তৃতীয় এয়ারক্রাফট কেরিয়ার উত্তর কোরিয়ার উপকূলে পৌঁছনোর নির্দেশ দিল পেন্টাগন। আজ সোমবারই ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। পশ্চিম প্রশান্ত মহাসাগরে তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজকে মোতায়েন করা নির্দেশ দিয়েছে আমেরিকা। কোরিয় উপদ্বীপের কাছে মোতায়েন দুই মার্কিন বিমানবাহী রণতরীর সঙ্গে যোগ দেওয়ার জন্য নিমিৎজকে মোতায়েন করা হবে। পিয়ংইয়ংয়ের সঙ্গে যখন টানাপড়েন তুঙ্গে তখন ওই এলাকায় মোতায়েন হচ্ছে আরো একটি মার্কিন বিমানবাহী রণতরী। এক অঞ্চলে একই সঙ্গে মার্কিন তিন বিমানবাহী রণতরী মোতায়েনের ঘটনা খুবই বিরল বলে মার্কিন সংবাদ সূত্রে জানা যাচ্ছে।

সুত্রের খবরে জানা যায়,পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক সামরিক তৎপরতার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়ায় হয়ত আঘাত হানার নির্দেশ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সম্প্রতি এক সপ্তাহে দুই দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন