News71.com
 International
 29 May 17, 11:27 AM
 201           
 0
 29 May 17, 11:27 AM

সেনাদের ধর্ষণের দায় নেবেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।।

সেনাদের ধর্ষণের দায় নেবেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মিন্দানাও দ্বীপে সামরিক শাসন জারি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। কিন্তু তিনি নিজের অবস্থানেই অনড় আছেন। দ্বীপটিতে সামরিক শাসন জারি নিয়ে উঠা সমালোচনার জবাবে সম্প্রতি কৌতুকপূর্ণ বক্তব্যও দিয়েছেন তিনি। দুর্তার্তে ঘোষণা দিয়েছেন,দ্বীপটিতে কোনো সেনা যদি তিন নারীকে ধর্ষণ করে তবে আমি নিজেই সেটার দায়ভার নেব।

সেনারা ক্ষমতার অপব্যবহার করতে পারে এমন আশঙ্কা থেকে উঠা প্রশ্নের জবাবেই দুতার্তে এসব কথা বলেন। কৌতুকপূর্ণ,বিদ্রুপাত্মক এবং বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত রদ্রিগো দুতার্তে। বৈচিত্র্যময় বক্তব্য নিয়ে বিশ্ব গণমাধ্যমে হামেশাই আলোচিত হন তিনি। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে সামরিক শাসন জারি নিয়ে দুতার্তে পরে আরও বলেছেন,সামরিক শাসন নিয়ে কোনো অঘটন ঘটলে তিনিই দায়ী থাকবেন। পাশাপাশি সেনা কর্তৃক ক্ষমতার কোনো ধরনের অপব্যবহারও তিনি সহ্য করবেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন