News71.com
 International
 28 May 17, 04:01 PM
 155           
 0
 28 May 17, 04:01 PM

চীন প্রথম পার্বত্য অঞ্চলে মাউন্টেন সাবওয়ে ট্রেন চালু করল।।

চীন প্রথম পার্বত্য অঞ্চলে মাউন্টেন সাবওয়ে ট্রেন চালু করল।।

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের প্রথম মাউন্টেন সাবওয়ে ট্রেন চালু করল দেশটি৷ গত শুক্রবার প্রথম সেই ট্রেন সামনে এনে নির্মাতা সংস্থা রেলওয়ে রোলিং স্টক কর্পোরেশন দাবি করেছে,মূলত পার্বত্য অঞ্চলে যাতায়াতের জন্যই ব্যবহার করা হবে এই ট্রেন৷ প্রতিটি ট্রেনে প্রায় ২০০ জন যাত্রী বহনের ক্ষমতা রয়েছে৷

জানা গিয়েছে,দক্ষিণ চিনের চগিং মিউনিসিপ্যালিটির লাইন ৫ থেকে চালু হবে ট্রেনটি৷ ৭০ মিটার দৈর্ঘ্যের এই রেলপথটি চিনের সবচেয়ে দীর্ঘতম পার্বত্য অঞ্চলের রেলপথ৷ ট্রেনটির সর্বোচ্চ গতি ঘন্টায় ১০০ কিলোমিটার৷ নির্মাতা সংস্থাটি জানিয়েছে,এমন ৩৯ টি ট্রেনের বরাদ্দ দেওয়া হয়েছে তাদের৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন