News71.com
 International
 28 May 17, 12:25 PM
 213           
 0
 28 May 17, 12:25 PM

যুক্তরাষ্ট্রে হিজাব পরিহিত এক নারীকে বাচাঁতে গিয়ে নিহত ২, আটক ১।।

যুক্তরাষ্ট্রে হিজাব পরিহিত এক নারীকে বাচাঁতে গিয়ে নিহত ২, আটক ১।।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে হিজাব পরিহিত এক মুসলিম নারীকে বিদ্বেষপ্রসূত আক্রমণ থেকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছেন দুই জন। কমিউটার ট্রেনে দুই মুসলিম নারীকে বিদ্বেষপ্রসূত গালিগালাজ করলে ওই দুই জন এক ব্যক্তিকে বাধা দেন। ছুরি নিয়ে আক্রমণ করে দুইজনকে আঘাত করে ওই ব্যক্তি,এতে ঘটনাস্থলে একজন নিহত আরেকজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পোর্টল্যান্ড শহরের হলিউড ট্রানসিট স্টেশনে ঘটে এই ঘটনা। মর্মান্তিক এই ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ কর্মকর্তা সার্জেন্ট পিট সিম্পসন বলেন,হামলাকারী ট্রেনের মধ্যে দুই মুসলিম নারীকে উদ্দেশ্য করে গালিগালাজ করছিল এবং যার অনেকগুলো বিদ্বেষপ্রসূত আক্রমণের শ্রেণিতে পড়ে। এই গালিগালাজের মধ্যে কিছু ব্যক্তি তাকে বাধা দেয় এবং তার আচরণ নিবৃত্ত করার চেষ্টা করে। যেসব মানুষকে উদ্দেশ্য করে সে চিৎকার করছিল তাদের সে আক্রমণ করে বসে ছুরি দিয়ে,এতে দুই জন নিহত ও একজন আহত হয়। ছুরিসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যে দুই নারীকে আক্রমণাত্মক কথা বলা হচ্ছিল তারা পুলিশ আসার আগেই ঘটনাস্থল ত্যাগ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন