আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। গতকাল শুক্রবারই অসমের তিনসুকিয়া জেলায় ব্রহ্মপুত্র নদের উপর ধোলা-সাদিয়্যা সেতুর উদ্বোধন করেন মোদি। সেতুটির নামকরণ করা হয়েছে অসমের প্রবাদ প্রতিম গায়ক ভূপেন হাজারিকার নামে। আর এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছে লতা মঙ্গেশকরকে। আজ শনিবার হিন্দিতে এক টুইটে তিনি মোদির প্রশংসা করেন।
টুইটে তিনি লিখেন,ড.ভূপেন হাজারিকা ছিলেন অত্যন্ত গুণী শিল্পী। প্রধানমন্ত্রী ঢোলা-সাদিয়া সেতুর নামকরণ করেছেন ভূপেন হাজারিকার নামে। শুধুমাত্র ভারত সরকারই ভারতীয় শিল্পীদের সম্মাননা জানিয়ে থাকে। একজন শিল্পী হিসাবে এজন্য আমি কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানাচ্ছি।৯.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি অসম ও অরুণাচল প্রদেশকে সংযোগ করেছে। সেতুটি তৈরি করা হয়েছে সেনাবাহিনীর ব্যবহারের উপযোগী করে। কেন্দ্রের দাবি সেতুটির ওপর দিয়ে ৬০ টন ওজনের যুদ্ধ ট্যাঙ্কও সহজেই চলে যেতে পারবে।
সেতুটির উদ্বোধন করে মোদি জানান,ধোলা-সাদিয়্যা সেতুটি উত্তরপূর্বের অর্থনৈতিক পরিবর্তন ঘটাবে। আমরা এই সেতুটির নাম ব্রহ্মপুত্রের সন্তান এবং অসমের কন্ঠস্বর ভূপেন হাজারিকার নামে রাখার সিদ্ধান্ত নিয়েছি। মোদি আরো জানান,সেতুটি শুধুমাত্র সময় ও অর্থের সাশ্রয় করবে না বরং দেশে অর্থনীতির ক্ষেত্রে একটা বিপ্লব আনবে।