News71.com
 International
 27 May 17, 10:11 PM
 214           
 0
 27 May 17, 10:11 PM

ভারতে মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ৮।।  

ভারতে মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ৮।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে গতকাল শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আজ শনিবার পুলিশের এক সিনিয়র কর্মকর্তা আমাদের সুত্রকে একথা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান,আহমেদনগর-মনমদ মহাসড়কে দ্রুতগতির একটি গাড়ি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে দুর্ঘটনাটি ঘটে। এতে ছয়জন ঘটনাস্থলেই নিহত হন এবং আহত দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার তদন্ত চলছে বলেও তিনি জানান।

উল্লেখ্য,চালকের অদক্ষতা,বেহাল সড়ক ও লক্কড ঝক্কড় যানবাহনের কারণে ভারতে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাড়িঁয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,সড়ক দুর্ঘটনায় দেশটিতে প্রতিদিন চারশ’রও বেশি লোক প্রাণ হারায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন