আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলংকায় বন্যা ও ভূমিধসে জানমালের ক্ষতিতে শোক জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্মকর্তারা এ কথা জানান। মোদিকে উদ্ধৃত করে গতকাল শনিবার সরকারি এক বিবৃতিতে বলা হয়,শ্রীলংকায় বন্যা ও ভূমিধসে জানমালের ক্ষতিতে ভারত দুঃখ প্রকাশ করছে। মোদি বলেন,আমরা শ্রীলংকার ভাই-বোনদের প্রয়োজনে তাদের পাশে থাকব।
বিবৃতিতে নরেন্দ্র মোদি আরো বলেন,আমরা ত্রাণ সামগ্রীসহ জাহাজ পাঠাচ্ছি। টানা বৃষ্টিপাতের কারণে শ্রীলংকায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১০০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আরো ৯৯ জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকারী সংস্থাগুলো জানায়,হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। উদ্ধার অভিযান ব্যাপকভাবে চলছে।প্রকাশিত খবরে বলা হয়েছে,২০০৩ সালের পর এটি সবচেয়ে ভয়াবহ বন্যা। ওই সময়ে এ ধরনের বন্যায় ২৫০ জনের প্রাণহানি এবং ১০ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছিল।