আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার রাজধানী ত্রিপোলীতে জাতিসংঘ সমর্থিত ঐক্যজোট সরকারের অনুগত সৈন্য ও বিদ্রোহী মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৮ জন নিহত ও প্রায় ১শ ৩০ জন আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনোয়ার ফ্রাজাল্লাহ জানান,গতকাল শুক্রবারের এই ঘটনায় ২৮ জন নিহত ও ১২৮ জন আহত হয়েছে। তবে এদের মধ্যে কোন বেসাসরিক লোক রয়েছে কিনা তা জানা যায়নি।
গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকোর্ড (জিএনএ)’র নিরাপত্তা কর্মকর্তা হাশেম বিশর জানান,এই ঘটনায় সরকারের অনুগত ২৩ জন নিহত ও ২৯ জনের বেশি আহত হয়েছে। মেডিক্যাল সূত্র জানিয়েছে,তাৎক্ষণিকভাবে তারা হতাহতের সত্যতা নিশ্চিত করতে পারেননি।