আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সময়ের সেরা জনপ্রতিনিধি ও যোগাযোগকারী হিসেবে বর্ণনা করেছেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। দেশ পরিচালনায় মোদীর তিনবছর পূর্তি’ উপলক্ষে দিল্লীতে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। গত শুক্রবার রাতের ওই অনুষ্ঠানে প্রণব মুখার্জী আরো বলেন,যোগাযোগ রক্ষা করার ক্ষমতা ছাড়া কোনো জনপ্রতিনিধিই তার ধারণা ও দৃষ্টিভঙ্গি জনগণের মধ্যে ছড়িয়ে দিতে পারেন না। এসময় মান কি বাত: এ সোশ্যাল রেভ্যুলেশন অন রেডিও’ ও ‘মার্চিং উইথ অ্য বিলিয়ন’ নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইদুটিকে নরেন্দ্র মোদীর দেশ শাসনের মধ্যকালীন কর্মকাণ্ডের দলিল বলেও উল্লেখ করেন প্রণব।
জানা গেছে,দেশ পরিচালনায় মোদী সরকারের তিনবছর পূর্তি উপলক্ষে বই দুটি বের করেন লোকসভার স্পীকার সুমিত্রা মহাজন। ‘মান কি বাত: এ সোশ্যাল রেভ্যুলেশন অন রেডিও’ বইটিতে এর আগে প্রতিমাসে ভারতীয় রেডিওতে দেয়া মোদীর বক্তব্য তুলে ধরা হয়েছে। অপরটি সাংবাদিক উদয় মহরকরের লেখা ‘মার্চিং উইথ অ্য বিলিয়ন’ বইটিতে একজন সাংবাদিকের চোখে মোদী সরকারের অর্ধেক সময়ের শাসনকাল বর্ণনা করা হয়েছে। এসময় বইগুলো প্রকাশে এর প্রকাশকদের ধন্যবাদ জানান প্রণব মুখার্জী। বইগুলি সমসাময়িক বিষয় তুলে ধরছে জানিয়ে তিনি এগুলোর ব্যাপক পাঠক থাকা উচিত বলেও মন্তব্য করেন।