News71.com
 International
 26 May 17, 07:55 PM
 182           
 0
 26 May 17, 07:55 PM

কান্দাহারে আফগান সেনার উপর তালেবান হামলা, নিহত ১৫।।  

কান্দাহারে আফগান সেনার উপর তালেবান হামলা, নিহত ১৫।।   

আন্তর্জাতিক ডেস্কঃ আফগান সেনাদের উপর তালেবানদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজির জানান,গত রাতে কান্দাহার প্রদেশের শাহ ওয়ালি কোট জেলার একটি সেনা চৌকিতে তালিবানরা এই সমন্বিত হামলা চালায়। অপর এক আঞ্চলিক কর্মকর্তা মৃতের সংখ্যা ২০ বলে জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন