News71.com
 International
 26 May 17, 07:53 PM
 195           
 0
 26 May 17, 07:53 PM

কালো কাপড়ে মাথা ঢেকে বিতর্কে জড়ালেন মেনালিয়া ট্রাম্প।।  

কালো কাপড়ে মাথা ঢেকে বিতর্কে জড়ালেন মেনালিয়া ট্রাম্প।।   

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেনালিয়া ট্রাম্পকে নিয়ে আবার বিতর্কের ঝড় উঠেছে। তবে খোলামেলা পোশাকের জন্য নয়। ভ্যাটিক্যান সিটির পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে গিয়েছেনন পা থেকে মাথা পর্যন্ত ঢেকে। কালো কাপড়ে মুখটা পর্যন্ত ঢেকে রেখেছিলেন তিনি। মেয়ে ইভাঙ্কা পাশেই ছিলেন। একই বেশভূষা তাঁরও। আর তাদের এই বেশভূষার ছবি সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়ার সাথেসাথে সমালোচনায় পড়েছেন তিনি।

অনেকে প্রশ্ন করেছেন,‌মুসলিম দেশ সৌদিআরবে গিয়ে রক্ষণশীলতার বিরুদ্ধে খুব তো বড়াই করেছিলেন। ভ্যাটিক্যানে গিয়ে সে সবের কি হল? তাঁদের প্রশ্নের জবাব দিয়েছেন মেনালিয়ার মুখপাত্র স্টেফানি গ্রিশাম। মার্কিন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন,কালো কাপড়ে মুখ ঢেকে পোপের সঙ্গে দেখা করাই ভ্যাটিক্যানের রীতি। ফার্স্ট লেডি যেহেতু মনে প্রাণে ক্যাথলিক,তাই সেই রীতি মেনে চলেছেন। ‌জামা–কাপড় নিয়ে ভ্যাটিক্যান সৌদি আরবের থেকেও রক্ষণশীল বলে দাবি করেছেন তিনি। এর আগে অনেক মহিলায় মাথা মুখ না ঢেকে পোপের সঙ্গে দেখা করেছেন। ক্যাথলিক নিজের ইচ্ছেতেই মাথা থেকে পা পর্যন্ত ঢেকেছিলেন মেনালিয়া। ‌

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন