আন্তর্জাতিক ডেস্কঃ মিশরে একটি বাসে অন্তত ২৩ জন কপটিক খ্রিস্টান ধর্মালম্বীকে গুলি হত্যা করেছে বন্দুকধারীরা। একটি চার্চে যাওয়ার পথে রাজধানী কায়রোর ১৫৫ মাইল দক্ষিণে মিনইয়া প্রদেশে ওই হামলা চালানো হয়। এ হামলায় আরও ২৫ ব্যক্তি আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে সুত্র এ খবর জানয়, সম্প্রতি কপটিক খ্রিস্টানদের ওপর হামলার সংখ্যা বাড়ছে। গত ৯ এপ্রিল মিশরের তান্তা ও আলেক্সান্দ্রিয়ার চার্চ লক্ষ্য করে হামলা চালানো হয়। যাতে কমপক্ষে ৪৬ ব্যক্তি প্রাণ হারান।