News71.com
 International
 26 May 17, 05:23 PM
 209           
 0
 26 May 17, 05:23 PM

মিশরে একটি বাসে ২৩ খ্রিস্টান ধর্মালম্বীকে গুলি করে হত্যা।।  

মিশরে একটি বাসে ২৩ খ্রিস্টান ধর্মালম্বীকে গুলি করে হত্যা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ মিশরে একটি বাসে অন্তত ২৩ জন কপটিক খ্রিস্টান ধর্মালম্বীকে গুলি হত্যা করেছে বন্দুকধারীরা। একটি চার্চে যাওয়ার পথে রাজধানী কায়রোর ১৫৫ মাইল দক্ষিণে মিনইয়া প্রদেশে ওই হামলা চালানো হয়। এ হামলায় আরও ২৫ ব্যক্তি আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে সুত্র এ খবর জানয়, সম্প্রতি কপটিক খ্রিস্টানদের ওপর হামলার সংখ্যা বাড়ছে। গত ৯ এপ্রিল মিশরের তান্তা ও আলেক্সান্দ্রিয়ার চার্চ লক্ষ্য করে হামলা চালানো হয়। যাতে কমপক্ষে ৪৬ ব্যক্তি প্রাণ হারান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন