News71.com
 International
 26 May 17, 04:32 PM
 205           
 0
 26 May 17, 04:32 PM

ভারতের বিহার রাজ্যে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত ৮,আহত ১৬।।

ভারতের বিহার রাজ্যে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত ৮,আহত ১৬।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ কমপক্ষে আটজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে বলে আজ শুক্রবার জানিয়েছে পুলিশ। বিহার নগরীর রাজধানী পাটনার প্রায় ৫৯ কিলোমিটার দক্ষিণে নালান্দা জেলার হার্নাউতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চলন্ত ওই বাসে আগুন ধরে যায়।

পুলিশ কর্মকর্তা আমাদের প্রতিনিধিকে বলেন,গত সন্ধ্যায় নালান্দা জেলায় হঠাৎ একটি বাসে আগুন ধরে গেলে আটজন যাত্রী নিহত ও অপর ১৬ জন আহত হয়। নিহতদের মধ্যে সাতজন বয়স্ক ও এক শিশু রয়েছে। পুলিশ জানায়,আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের পাটনায় পাঠানো হয়েছে। অপর ছয়জনকে বিহার শারিফের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পাটনা থেকে শেখপুরায় যাওয়ার পথে হার্নাউত বাজারের কাছে বাসটিতে আগুন ধরে যায়। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা এবং ঘটনাটি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানায় পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন