News71.com
 International
 26 May 17, 03:26 PM
 203           
 0
 26 May 17, 03:26 PM

চার নদী নিয়ে প্রধানমন্ত্রী মোদীর কাছে অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রী মমতার  

চার নদী নিয়ে প্রধানমন্ত্রী মোদীর কাছে অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রী মমতার   

আন্তর্জাতিক ডেস্ক : কয়েকটি আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জোর অভিযোগ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ‘রাজ্যের দাবিদাওয়া’ নিয়ে আলাপকালে এ অভিযোগ দেন তিনি। এসময় মোদীর কাছে বিশেষভাবে চারটি নদীর কথা তুলে ধরেন মমতা। তার অনুরোধ, দ্বিপাক্ষিক স্তরে এর সমাধান হোক। পাশাপাশি মমতার ক্ষোভ, ‘ইলিশ দেওয়া তো বাংলাদেশ বন্ধ করেই দিয়েছে। মালদহ-মুর্শিদাবাদের আমও এখন ওখানে রফতানি করা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমদানি শুল্ক দ্বিগুণ করে দিয়েছে বাংলাদেশ।’ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছি বলেও জানান তিনি।

অনেকের মতে, তিস্তা চুক্তির ভবিষ্যৎ যে আরো তলানিতে গিয়ে ঠেকছে, মমতার অভিযোগ তারই ইঙ্গিত দিচ্ছে। মুখ্যমন্ত্রী বোঝাতে চাইছেন, বাংলাদেশের সঙ্গে অনেক দ্বিপাক্ষিক বিষয় দীর্ঘদিন ঝুলে রয়েছে। সেগুলির আগে সমাধান হোক। তাই তিস্তা নিয়ে বাংলাদেশ এবং মোদী সরকারের চাপকেই তিনি কার্যত ফেরত পাঠিয়েছেন সুকৌশলে। বৈঠকের পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘আত্রেয়ী, পুনর্ভবা, এবং টাঙন- এই তিনটি আন্তর্জাতিক নদীর স্রোত শুকিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে এসে। বাংলাদেশ এমন ভাবে বাঁধ দিয়েছে যে, দক্ষিণ দিনাজপুরে প্রবল জলাভাব দেখা দিয়েছে। বাংলাদেশের মাথাভাঙা নদী নদিয়া দিয়ে বয়ে গিয়েছে চূর্ণী নামে। পশ্চিমবঙ্গের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ মেপে দেখেছে, ওপার থেকে এত বেশি বর্জ্য পদার্থ এই নদী বয়ে আনছে যে, এপারে তার জল ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছে।’ নদী সমস্যার পাশাপাশি গঙ্গার ভাঙন রোধে অবিলম্বে সরকারি হস্তক্ষেপেরও দাবিও জানান মমতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন