আন্তর্জাতিক ডেস্ক : দেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবেশী চীন সীমান্তের কাছে ব্রহ্মপুত্র নদের উপর ৯ দশমিক ১৫ কিমি দীর্ঘ এই সেতুর উদ্বোধনের ফলে আসাম-অরুণাচলের মধ্যে যাতায়াত করতে ৫ ঘণ্টা সময় কম লাগবে। কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এমনটি জানানো হয়েছে। জানা গেছে, আজ শুক্রবার আসামের পূর্বপ্রান্তের তিনসুকিয়া জেলায় এই সেতু উদ্বোধনের মাধ্যমে তৃতীয় বর্ষপূর্তির উদযাপন শুরু করলো মোদী সরকার। আসাম-অরুণাচলের মধ্যে যাতায়াতের সময় কমে যাওয়া নয়, প্রতিরক্ষার ক্ষেত্রেও এই সেতুর বিশেষ গুরুত্ব রয়েছে বলেও জানিয়েছে তারা।
তিন লেনের এই সেতুর উপর দিয়ে ৬০ টন (প্রায় ৬০ হাজার কিলোগ্রাম) ওজনের ব্যাটল ট্যাঙ্কও চলাচল করতে পারবে। ব্রহ্মপুত্র নদের দুই পাড় ঢোলা ও সাদিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী সেতুটি তৈরির কাজ শুরু হয়েছিল ২০১১ সালে। এটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ২ হাজার ৫৬ কোটি রুপি। সেতুটি এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে প্রয়োজন পড়লে এর উপর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর বিশাল ব্যাটল ট্যাঙ্কগুলি দ্রুত চীন সীমান্তের দিকে রওনা দিতে পারে, এমন কথাই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম।