News71.com
 International
 26 May 17, 03:23 PM
 198           
 0
 26 May 17, 03:23 PM

প্রেসিডেন্ট হিসেবে ১১৩ দিনে ট্রাম্পের মিথ্যাচারের সংখ্যা ৫৮৬

প্রেসিডেন্ট হিসেবে ১১৩ দিনে ট্রাম্পের মিথ্যাচারের সংখ্যা ৫৮৬

নিউজ ডেস্ক : ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই মিথ্যাচার করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। সেদিন তাঁর মিথ্যাচার ছিল শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সংখ্যা নিয়ে। এরপর বিগত ১১৩ দিনে তিনি একের পর এক মিথ্যা বলে গেছেন, যার মোট সংখ্যা ৫৮৬। ওয়াশিংটন পোস্ট পত্রিকা এই মিথ্যাচারের একটি তালিকা রাখছে, যেখানে কবে, কোথায় তিনি কী মিথ্যা বলেছেন, তার সবিস্তার বিবরণ রয়েছে। গত মঙ্গলবার তাঁর সর্বশেষ মিথ্যাচারের সংবাদ নিশ্চিত করেছে কংগ্রেসের বাজেট অফিস। নির্বাচনের সময় ও পরে ট্রাম্প বারবার বলেছিলেন, ওবামাকেয়ার নামে পরিচিত স্বাস্থ্যবিমা আইন বাতিলের ফলে একজন মার্কিন নাগরিকেরও বিমা বাতিল হবে না, বিমার জন্য কারও খরচ বাড়বে না। এখন জানা গেছে, কথাটা পুরোপুরি মিথ্যা। বাজেট অফিস জানিয়েছে, কংগ্রেসের রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ সম্প্রতি যে নতুন স্বাস্থ্যবিমা আইনের খসড়াটি পাস করেছে তার ফলে ২০২৬ সালের মধ্যে দুই কোটি ৩০ লাখ মানুষ তাদের স্বাস্থ্যবিমা হারাবে। ওবামাকেয়ারের অধীনে এরা সবাই বিমার আওতায় ছিল। আইনটি বাস্তবায়িত হলে বৃদ্ধ ও দরিদ্র মার্কিনদের বিমার জন্য গড় ব্যয় ৮৫০ শতাংশ বাড়বে।

ক্ষমতা গ্রহনের সময় নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই তিনি ওবামাকেয়ার বাতিল করে তার জায়গায় নতুন-বহুগুণে উন্নত ও সস্তা-স্বাস্থ্যবিমা আইন চালু করবেন। চার মাস কেটে গেলেও এখনো ওবামাকেয়ার বাতিল বা নতুন আইন প্রণয়ন তাঁর পক্ষে সম্ভব হয়নি। প্রতিনিধি পরিষদে যে খসড়া আইনটি গৃহীত হয়েছে, সিনেটে তা পাসের কোনো সম্ভাবনাই নেই। যদিও মার্কিন কংগ্রেসে রিপাবলিকানদের জন্য অবশ্য আশু মাথাব্যথা আগামী বছরের জন্য ট্রাম্পের প্রস্তাবিত বাজেট। ট্রাম্প নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, অভাবী ও কর্মজীবী মানুষের স্বার্থ তিনি রক্ষা করবেন। অধিকাংশ ভাষ্যকারের মতে, ট্রাম্পের প্রস্তাবিত বাজেটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন সেই সব অভাবী ও কর্মজীবী মানুষ, যাঁরা তাঁকে ভোট দিয়েছিলেন। এমনকি কৃষিজীবী, যাঁরা আশায় ছিলেন ট্রাম্প তাঁদের সহায় হবেন, এই বাজেটে তাঁদের জন্য আগামী ১২ বছরে বরাদ্দ সাহায্যের মোট ৩৮ বিলিয়ন কাটা যাবে। বরাদ্দ কাটা যাবে পরিবেশ নিয়ন্ত্রণ দপ্তর, রোগনিয়ন্ত্রণ দপ্তর ও জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটেরও । অন্যদিকে এসব ব্যয় হ্রাসের ফলে উদ্বৃত্ত মোট অংশ যাবে সামরিক খাতে, যাতে অতিরিক্ত বরাদ্দের পরিমাণ ৪৬৯ বিলিয়ন ডলার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন