আন্তর্জাতিক ডেস্কঃ নিজ গাড়িতে পার্সেল বা লেটার বোমা বিস্ফোরণে আহত হয়েছেন সাবেক গ্রিক প্রধানমন্ত্রী লুকাস পেপেডেমোস। প্রায় সত্তরের কাছাকাছি বয়সের পেপেডেমোস এবং তার ড্রাইভার বিস্ফোরণের ফলে পায়ে আঘাত পেয়েছেন। কিন্তু তাঁদের জীবন শঙ্কামুক্ত নয় বলে জানা গেছে। তাঁদেরকে চিকিৎসার জন্য তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এখন পর্যন্ত কোন গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এদিকে সুত্র জানিয়েছে,ব্রাসেলসে ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগদানকারী বর্তমান প্রধানমন্ত্রী এলেক্সিস সিপ্রাসকে এ বোমা বিস্ফোরণের খবর জানানো হয়েছে। এছাড়া কয়েকটি সূত্রে বলা হয়েছে,দুই ব্যাংকের কর্মকর্তাও সে সময় একই গাড়িতে ছিলেন,কিন্তু তাদের অবস্থা সম্পর্কে জানা যায়নি। সূত্রে জানা যায়,পার্সেল বা লেটার বোমা দ্বারা এ বিস্ফোরণ ঘটানো হয়েছে। পার্সেল বা লেটার বোমা হচ্ছে,চিঠি বা ডকুমেন্টসের খামে সেট করে দেয়া বোমা। যেটি প্রাপকের হাতে পৌঁছলেই কোন না কোনভাবে বিস্ফোরিত হয়।
২০১১ সালের নভেম্বরে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট পরিস্থিতিতে পেপেডেমোস তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দেশটির গ্রিসের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ২০১২ সালের মে মাস পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। তিনি ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। উল্লেখ্য,এর আগে মার্চে প্যারিসের আইএমএফ'র অফিসে গ্রিস থেকে পাঠানো একটি লেটার বোমা বিস্ফোরিত হয়। চিঠি খোলার সাথে সাথে এক কর্মকর্তার হাত এবং মুখ আঘাতপ্রাপ্ত হয়। কয়েকদিন আগেও জার্মান অর্থমন্ত্রী বরাবর এরকম লেটার বোমা প্রেরণ করা হয়েছিল। কিন্তু সেটা বিস্ফোরিত হবার আগেই শনাক্ত করা গিয়েছিল,পরে সেটিকে ধ্বংস করে ফেলা হয়।