আন্তর্জাতিক ডেস্কঃ সীমান্তে দক্ষিণ কোরিয়ার গুলিবর্ষণকে উত্তর কোরিয়া পিয়ংইয়ং বিরোধী কাজ বলেই মনে করছে। উত্তর কোরিয়া থেকে সীমান্তে কোনও কিছুকে উড়ে আসতে দেখে হুমকি স্বরূপ দক্ষিণ কোরিয়া গুলি চালায় গত মঙ্গলবার। সুত্র জানায়,সেই উড়ন্ত বস্তুটি সম্ভবত একটি বেলুন হবে যা পিয়ংইয়ং-এর প্রচারপত্র নিয়ে যাচ্ছিল। উত্তর কোরিয়ার জেনারেল স্টাফ,সিওলের ওপর মিথ্যা গল্প ফাঁদার অভিযোগ তুলে জানায়,দক্ষিণ কোরিয়ার জওয়ানরা একটি পাখির দলের ওপর ৪৫০রাউন্ড গুলি চালায়।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি উত্তর কোরিয়ার সঙ্গে আলাপ আলোচনার সঙ্কেত দিয়েছিলেন। মুন সাংসদদের বলেছিলেন,প্রয়োজনে তিনি ওয়াশিংটনও রওনা হয়ে যাবেন। বেইজিং,টোকিও এবং প্রয়োজনে পিয়ংইয়ং-এ যেতে পারেন তিনি। উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের রাস্তাটি যে দক্ষিণ কোরিয়ার কাছে খুব একটা মসৃণ হবে না এমনটাই মত একাংশের।