আন্তর্জাতিক ডেস্কঃ রজনীকান্তকে রাজনীতিতে স্বাগত জানিয়ে তার কোটি কোটি অনুরাগীর সুরেই সুর মিলিয়েছেন শত্রুঘ্ন সিনহা। তিনি নিজে ঠকে শিখেছেন। তাই রাজনীতিতে আসা নিয়ে সহকর্মী রজনীকান্তকে সাবধান করে দিলেন শত্রুঘ্ন সিনহা। সময় বুঝে রাজনীতিতে যোগ দিতে পারেন বলে সম্প্রতি অনুরাগীদের জানিয়েছিলেন দক্ষিণী তারকা রজনী। সে খবর কানে যেতেই আগ বাড়িয়ে পরামর্শ দিলেন শত্রুঘ্ন সিনহা। গতকাল বৃহস্পতিবার রজনীকান্তের উদ্দেশ্যে পরপর বেশ কয়েকটি টুইট করেন তিনি। রজনীকান্তের রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্তে সমর্থন জানিয়ে তিনি লেখেন,তামিলনাড়ুর টাইটানিক নায়ক,দেশের প্রিয় সন্তান রজনীকান্ত! উঠুন, উঠুন,উঠুন। এটাই মাথা তুলে দাঁড়ানোর সঠিক সময়। দেশবাসী উৎকণ্ঠায় ভুগছেন। ভাবছেন,কখন আপনি রাজনীতির ময়দানে পা রাখবেন। গঠনমূলক কাজে হাত লাগাবেন। যাতে দেশবাসীর ভবিষ্যত সঠিক দিশা পায়।
রজনীকান্ত রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনার কথা ঘোষণা করতে বিভিন্ন দল তাকে স্বাগত জানিয়েছে। শত্রুঘ্নর বিজেপিই সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে তার ব্যাপারে। অনেকেরই মতে,রজনীকান্ত কোনও দলে যোগ দেবেন কী,বিজেপিসহ রাজনৈতিক দলগুলি বরং তার ছত্রচ্ছায়ায় এলে বর্তে যাবে। তাতে সুর মিলিয়েছেন শত্রুঘ্নও। রজনীকান্তের প্রতি তার বার্তা,মানুষ আপনার পাশে আছে। যে কোনও মূল্যে তারকা রজনীর সংস্পর্শে আসতে চান তারা। তাই অন্য কোথাও যোগ দেওয়ার চেয়ে নিজে মাথা তুলে দাঁড়ান। লোক যেচে আসবে। আশা করি পরিবার এবং কাছের মানুষজনের সঙ্গে পরামর্শ করে সঠিক সিদ্ধান্তই নেবেন। তবে যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন,ততই মঙ্গল। আমি ভরসার যোগ্য। চাইলে আমার পরামর্শও নিতে পারেন।