News71.com
 International
 25 May 17, 11:01 PM
 264           
 0
 25 May 17, 11:01 PM

ভারতীয় যুদ্ধবিমান উদ্ধারে সাহায্য করবে চীন।।  

ভারতীয় যুদ্ধবিমান উদ্ধারে সাহায্য করবে চীন।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত-চীন সীমান্তে নিখোঁজ হয়ে যাওয়া সুখোই ফাইটার জেট নিয়ে অবশেষ মুখ খুলেছে চীন সামরিক বাহিনী। ভারতীয় যুদ্ধবিমান উদ্ধারে কড়া নজর রাখছে চীন। গতকাল বুধবার নিখোঁজ সুখোই-৩০ ফাইটার জেট নিয়ে বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়েছিল চীন। এমনকি সুখোই নিখোঁজের তত্ত্বকে সম্পূর্ণ অস্বীকার করেছিল বেজিং।

এই প্রসঙ্গে চীনের ডিফেন্স মুখপাত্র কোল পেন গুছাং বলেন,নিখোঁজ হয়ে যাওয়া এই সুখোই ফাইটার জেটটি পুনরূদ্ধারের জন্য বিশেষ সাহায্য করবে চীনের সামরিক বাহিনী। কিন্তু এই বিষয়ে পেন বিশেষ কিছু তথ্য দিতে চাননি। অন্যদিকে,চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেন,তার কাছে এই হারিয়ে যাওয়া বিমানটি সম্পর্কে কোনো তথ্য নেই এবং তিনি এই বিষয়ে ভারতকে সতর্কও করেছেন। তার দাবি,এই ঘটনাটির ফলে অরুণাচল প্রদেশের শান্তি বিঘ্নিত হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন