আন্তর্জাতিক ডেস্কঃ ডেস্কঃ অবশেষে গ্রেপ্তার করা হলো ভারতের তেলুগু অভিনেতা চলপতি রাওকে। হায়দরাবাদ পুলিশ জানিয়েছে সরুরনগর থানায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের করা অভিযোগের ভিত্তিতে অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ এবং ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। নারীদের প্রয়োজন শুধুমাত্র যৌনতার জন্য’ সম্প্রতি এমনই বিতর্কিত মন্তব্য করেন দক্ষিণী অভিনেতা চালাপথি রাও। যা নিয়ে সমালোচনার ঝড় উঠে সামাজিক মাধ্যমসহ ভারতীয় মিডিয়ায়।
সম্প্রতি রারানডোয়ি ভেদুকা চওধা’ ছবির প্রি-রিলিজ অনুষ্ঠান হাজির ছিলেন তারকারা। চলতি বছরের মাঝামাঝি মুক্তি পাবে ছবিটি। ওই ছবির একটি ডায়লগ রয়েছে মেয়েরা মানসিক শান্তি বিঘ্নিত করে। তার পরিপ্রেক্ষিতেই চালাপথির কাছে জানতে চাওয়া হয়,নারীদের সম্পর্কে তিনি কী ভাবেন?এর উত্তরে চালাপথি নারীদের প্রয়োজন শুধু যৌনতায় বলে মন্তব্য করেন।