News71.com
 International
 25 May 17, 05:48 PM
 190           
 0
 25 May 17, 05:48 PM

উত্তর কোরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করল মার্কিন ডেমোক্র্যাট দল।।  

উত্তর কোরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করল মার্কিন ডেমোক্র্যাট দল।।   

আন্তর্জাতিক ডেস্কঃ যেকোন সময় শুরু হতে পারে উত্তর কোরিয়া-আমেরিকা যুদ্ধ। তবে কিমের বিরুদ্ধে আগেভাগে কোনো ধরনের হামলা না করার জন্য রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছে মার্কিন ডেমোক্র্যাট দল। দলের অন্তত ৬৪ জন আইন প্রণেতা এক চিঠিতে যুদ্ধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি ট্রাম্পকে বলেছেন,যেকোন হামলার আগে বিষয়টিতে কংগ্রেস থেকে অনুমোদন নিতে হবে। উত্তর কোরিয়ার মতো পারমাণু শক্তিধর দেশের বিরুদ্ধে যেকোন হামলা শুরুর আগে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে।

খবরে বলা হয়েছে,চিঠিতে ডেমোক্র্যাট সদস্যরা বলেছেন,এমন গোলযোগপূর্ণ এলাকায় অসঙ্গতিপূর্ণ কিংবা আকস্মিক গ্রহণ করা কোনো নীতি কল্পনাতীত যুদ্ধের ঝুঁকি তৈরি করবে। এর বিপরীতে ডেমোক্র্যাট দলের সদস্যরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনকে এমন কিছু পরিকল্পনা উপস্থাপন করার অনুরোধ করেছেন যার ভিত্তিতে পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনা শুরু করা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন