News71.com
 International
 25 May 17, 02:17 PM
 193           
 0
 25 May 17, 02:17 PM

বেসরকারি উদ্যোগে বিশ্বে প্রথম রকেট উৎক্ষেপণ করল নিউজিল্যান্ড।।  

বেসরকারি উদ্যোগে বিশ্বে প্রথম রকেট উৎক্ষেপণ করল নিউজিল্যান্ড।।   

আন্তর্জাতিক ডেস্কঃ নিউজিল্যান্ডের একটি গবেষণা কেন্দ্র থেকে বেসরকারি উদ্যোগে প্রথমবারের মতো মহাকাশে রকেট উৎক্ষেপণ করা হয়েছে। একটি মার্কিন কোম্পানি বিশ্বে প্রথম ‘প্রাইভেট লঞ্চিং’ সুবিধা নিয়ে মহাশূন্যে রকেট ল্যাবস' নামের একটি ইলেক্ট্রন এই রকেট পাঠিয়েছে। রকেট ল্যাব এক টুইটবার্তায় জানায়,নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় মাহিয়া দীপের একটি বেসরকারি কেন্দ্র থেকে ১৭ মিটার বা ৫৮ ফুট দৈর্ঘ্যের এই রকেটটিকে উৎক্ষেপণ করা হয়।

তারা আরো জানিয়েছে,নিউজিল্যান্ড থেকে এটিই তাদের প্রথম উৎক্ষেপণ ছিলো। আর এর মাধ্যমেই মহাশূন্যে ছোট ছোট উপগ্রহ ও অন্যান্য জিনিস প্রেরণের উদীয়মান বাজারে প্রবেশ করেছে তারা। এছাড়া এ বছরের শেষ নাগাদ বাণিজ্যিকভাবে রকেট উৎক্ষেপণেরও চিন্তা করছে কোম্পানিটি। খারাপ আবহাওয়ার কারণে প্রায় চারদিন পিছিয়ে রকেটটি উৎক্ষেপণ করা হয়। তবে প্রথম উৎক্ষেপণে কোনো পণ্য পরিবহন না করলেও,এই ইলেকট্রন রকেটে করে ১৫০ কিলোগ্রামের মতো জিনিস কক্ষপথে পাঠানো যাবে বলেও জানান তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন