নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক ট্রাম্প প্রশাসন বিদেশে আর্থিক সহায়তা কমানোর অংশ হিসেবে বাংলাদেশের আর্থিক সহায়তার পরিমাণ কমানোর প্রস্তাব করেছেন। কংগ্রেসের অনুমোদনের জন্য পাঠানো মার্কিন পররাষ্ট্র দপ্তরের বাজেটে এই কাটছাঁটের প্রস্তাব করা হয়েছে। কংগ্রেস এ প্রস্তাব অনুমোদন করলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বাজেটের আকার বর্তমানের চেয়ে ৩০ শতাংশ কমবে। পররাষ্ট্র দপ্তর গত মঙ্গলবার ২০১৮ অর্থবছরের জন্য তিন হাজার ৭৬০ কোটি মার্কিন ডলারের বাজেট বরাদ্দের অনুরোধ জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রস্তাবনায় দেখা গেছে,সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও বৈদেশিক ব্যয় কমানোর প্রস্তাব করায় বাংলাদেশের জন্যও প্রস্তাবিত ব্যয় কমেছে। ২০১৬ অর্থবছরে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের কর্মসূচিতে বরাদ্দ ছিল ২১ কোটি ৮৭ হাজার ৮০০ মার্কিন ডলার। প্রস্তাবিত বাজেটে তা ১৩ কোটি ৮৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে নামানো হয়েছে। ভারতে যুক্তরাষ্ট্রের কর্মসূচির জন্য সহায়তা আট কোটি ৫২ লাখ দুই হাজার মার্কিন ডলার থেকে তিন কোটি ৩৩ লাখ ডলারে নামানো হয়েছে। পাকিস্তানে যুক্তরাষ্ট্রের কর্মসূচির জন্য সহায়তা ৫৩ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার মার্কিন ডলার থেকে ৩৪ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলারে নামানো হয়েছে।
প্রস্তাবিত বাজেটে উন্নয়ন সহায়তা খাত থেকে বাংলাদেশের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০১৬ অর্থবছরের বাজেটে ওই খাত থেকে বরাদ্দ ছিল ৯ কোটি ১৮ লাখ ডলার। ওই বাজেটে বাংলাদেশে উন্নয়ন সহায়তার অংশ হিসেবে শান্তি ও নিরাপত্তা, আন্তদেশীয় অপরাধ দমন; গণতান্ত্রিক ও ন্যায্যভাবে শাসন খাতের অংশ হিসেবে আইনের শাসন ও মানবাধিকার,সুশাসন,রাজনৈতিক প্রতিযোগিতা ও ঐকমত্য প্রতিষ্ঠা, নাগরিক সমাজ খাতে বরাদ্দ থাকলেও প্রস্তাবিত বাজেটে নেই। এ ছাড়া জনগণে বিনিয়োগের অংশ হিসেবে শিক্ষা,অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশ হিসেবে কৃষি ও পরিবেশ খাতেও সহায়তা বরাদ্দ দেয়নি যুক্তরাষ্ট্র।
তবে অর্থনৈতিক সহায়তা ও উন্নয়ন তহবিলের অংশ হিসেবে শান্তি ও নিরাপত্তা (সন্ত্রাস ও আন্তদেশীয় অপরাধ দমন),গণতান্ত্রিক ও ন্যায্যভাবে শাসন (আইনের শাসন ও মানবাধিকার,সুশাসন,রাজনৈতিক প্রতিযোগিতা ও ঐকমত্য সৃষ্টি এবং নাগরিক সমাজ),জনগণে বিনিয়োগ (শিক্ষা) এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি (কৃষি, অর্থনৈতিক সুযোগ ও পরিবেশ) খাতে সাড়ে ৯ কোটি ডলার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) বৈশ্বিক স্বাস্থ্য কর্মসূচিতে বরাদ্দ সাত কোটি ৯০ ডলার থেকে কমিয়ে তিন কোটি ৬৭ লাখ ডলারে নামানো হয়েছে। বাংলাদেশে আন্তর্জাতিক সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ খাতে যুক্তরাষ্ট্রের বরাদ্দ ১৪ লাখ ৬০ হাজার থেকে বাড়িয়ে ১৫ লাখ এবং মাদক নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগ খাতে ২০ লাখ ডলার করার প্রস্তাব করা হয়েছে।
এদিকে,জঙ্গিবাদ দমনে অ্যান্টি-টেররিজম এসিসট্যান্স হিসেবে বাংলাদেশকে ৩০ লাখ ডলার বরাদ্দের প্রস্তাব করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে জঙ্গিবাদ দমনে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাকে শক্তিশালী করতে তা কাজে লাগানো হবে। জঙ্গিবাদের উত্থানে বাধা দেওয়া, শনাক্ত করা,তদন্ত ও মোকাবিলা করতে ওই অর্থ ব্যয় করা হবে। ওই বরাদ্দ দিয়ে জঙ্গিবাদ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে যথাযথ প্রশিক্ষণে ব্যবস্থা করা হবে বলেও মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয়।