News71.com
 International
 25 May 17, 10:25 AM
 207           
 0
 25 May 17, 10:25 AM

সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আইএসের যুদ্ধমন্ত্রী আবু মুসাব আল মাসারি নিহত।।

সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আইএসের যুদ্ধমন্ত্রী আবু মুসাব আল মাসারি নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়া সেনাদের সঙ্গে সংঘর্ষে আইএসের শীর্ষ নেতা নিহত হয়েছেন। জানা গেছে,আইএসের মধ্যে এই শীর্ষ নেতা আইএসের যুদ্ধমন্ত্রী হিসাবে দেখা হত। গতকাল বুধবার সকাল থেকে আলেপ্পোর পশ্চিমে এই লড়াই শুরু হয় আইএস এবং জঙ্গিদের মধ্যে। দুপক্ষের তুমুল লড়াইয়ে সেনাবাহিনীর হাতে নিহত হয় আইএসের এই যুদ্ধমন্ত্রী। আইএসের শীর্ষ নেতার মৃত্যু নিঃসন্দেহে সিরীয় সেনাবাহিনীর ব্ড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

বিশেষ সূত্রে জানা গেছে,আইএসের এই ‘যুদ্ধমন্ত্রী’র নাম আবু মুসাব আল মাসারি। সিরিয়া এবং ইরাকের আইএস জঙ্গিদের মূলত পরিচালনা করত আবু মুসাব, এমনটাই সিরিয় সেনাবাহিনী সূত্রে খবর। শুধু আবু মুসাবই নয়,আইএসের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে একাধিক আইএস জঙ্গির মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন