News71.com
 International
 24 May 17, 11:37 PM
 227           
 0
 24 May 17, 11:37 PM

জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতা।।  

জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতা। রাজধানীর একটি বাসস্ট্যান্ডে দু-দুটি বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত বিস্ফোরণে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে প্রচন্ড বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরইমধ্যে গোটা শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিক অনুমান,বিস্ফোরক রাখা নয়,আত্মঘাতী বিস্ফোরণেই কেঁপে উঠেছে জার্কাতা। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংঘঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার ধরন দেখে ঘটনার পিছনে আইএস রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও নাশকতার রয়েছে এর পিছনে,তা সবদিক খতিয়ে দেখছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন