News71.com
 International
 24 May 17, 08:47 PM
 191           
 0
 24 May 17, 08:47 PM

আফগানিস্তানে সৈন্যদের সাথে জঙ্গিদের বন্দুকযুদ্ধ, ১০ জঙ্গি নিহত  

আফগানিস্তানে সৈন্যদের সাথে জঙ্গিদের বন্দুকযুদ্ধ, ১০ জঙ্গি নিহত   

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পূরর্বাঞ্চলীয় গজনি প্রদেশে আফগান সৈন্যদের সাথে জঙ্গিদের বন্দুকযুদ্ধে কমপক্ষে ১০ জঙ্গি নিহত হয়েছে। আফগান পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে সুত্র এ খবর জানায়। আফগান পুলিশ কর্মকর্তা বশির আহমদ তারকি বলেন,আজ বুধবার তালিবান জঙ্গিরা গজনি শহরের উপকন্ঠে একটি চেক পয়েন্টে সমন্বিত হামলা চালায়। এ সময়ে আফগান পুলিশ ও তালেবান যোদ্ধাদের মধ্যে কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ চলে। সংঘর্ষে ১০ জঙ্গি প্রাণ হারায়। এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলে স্বীকার করেছেন কর্মকর্তারা। তবে এ ব্যাপারে তালেবান পক্ষের কোন মন্তব্য পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন