আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পূরর্বাঞ্চলীয় গজনি প্রদেশে আফগান সৈন্যদের সাথে জঙ্গিদের বন্দুকযুদ্ধে কমপক্ষে ১০ জঙ্গি নিহত হয়েছে। আফগান পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে সুত্র এ খবর জানায়। আফগান পুলিশ কর্মকর্তা বশির আহমদ তারকি বলেন,আজ বুধবার তালিবান জঙ্গিরা গজনি শহরের উপকন্ঠে একটি চেক পয়েন্টে সমন্বিত হামলা চালায়। এ সময়ে আফগান পুলিশ ও তালেবান যোদ্ধাদের মধ্যে কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ চলে। সংঘর্ষে ১০ জঙ্গি প্রাণ হারায়। এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলে স্বীকার করেছেন কর্মকর্তারা। তবে এ ব্যাপারে তালেবান পক্ষের কোন মন্তব্য পাওয়া যায়নি।