News71.com
 International
 24 May 17, 02:39 PM
 204           
 0
 24 May 17, 02:39 PM

এভারেস্টের বেস ক্যাম্পের দুটি তাঁবু থেকে আরও ৪ লাশ উদ্ধার।।  

এভারেস্টের বেস ক্যাম্পের দুটি তাঁবু থেকে আরও ৪ লাশ উদ্ধার।।   

আন্তর্জাতিক ডেস্কঃ মাউন্ট এভারেস্টের একটি বেস ক্যাম্পের দুটি তাঁবুতে চার পবর্তারোহীর মৃতদেহ পেয়েছে নেপালি শেরপারা। এই চারজন কিভাবে মারা গেছে তা পরিষ্কার নয়,তাদের পরিচয়ও বের করা যায়নি বলে জানিয়েছে শেরপারা। গতকাল মঙ্গলবার রাতে ৮ হাজার মিটার (২৬,২৪৬ ফুট) উচ্চতায় অবস্থিত ক্যাম্প ফোরে ওই পর্বতারোহীদের মৃতদেহগুলো পাওয়া যায় বলে আজ বুধবার জানিয়েছেন কাঠমান্ডু-ভিত্তিক সেভেন সামিট ট্রেকস গ্রুপের মিঙ্গমা শেরপা।

এদের নিয়ে গত এক মাসে বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ায় আরোহণ করতে গিয়ে মারা যাওয়া পর্বর্তারোহীর সংখ্যা ১০ জনে দাঁড়ালো। নেপাল মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশনের সভাপতি অং তশেরিং শেরপা জানিয়েছেন,গতকাল মঙ্গলবার পর্বতে ঝড়ো আবহাওয়া বিরাজ করছিল। যে শেরপারা এই চারজনের মৃতদেহ খুঁজে পেয়েছেন তারা ৮,৮৫০ মিটার (২৯,০৩৫ ফুট) উচ্চতার পর্বত শিখরটির কাছে মারা যাওয়া স্লোভাকিয়ার পর্বতারোহী ভ্লাদিমির স্ট্রবার মৃতদেহ উদ্ধার করে আনতে গিয়েছিলেন। স্ট্রবা ওই উচ্চতায় পৌঁছানোর পর গত রোববার মারা যান।

চলতি পর্বতারোহণ ঋতুতে মাউন্ট এভারেস্টে ১০ পর্বতারোহীর মৃত্যু হল,এদের মধ্যে একজন পর্বতের চীনের দিকের পাশটায় মারা গেছেন। চলতি পর্বতারোহণ ঋতুটি চলতি মাসেই শেষ হবে। এ বছর নেপাল ও চীন উভয় দেশের রুটগুলো ধরে কয়েকশত পর্বতারোহী মাউন্ট এভারেস্টের শিখরে পৌঁছানোর চেষ্টা করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন