আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গুরুগাঁও ভিত্তিক সর্ববৃহৎ বিমানসংস্থা স্পাইসজেট সম্প্রতি বেশ লোভনীয় অফার দিয়েছে। ১২ বছর পূর্তিতে স্বল্প দামে টিকেট বিক্রি শুরু করেছে তারা। টিকেটের দাম শুরু হয়েছে মাত্র ১২ রুপি থেকে,বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫ টাকা (১৪ টাকা ৮৮ পয়সা)। তবে এ ১২ রুপিতে ট্যাক্স ও অন্যান্য সারচার্জ যুক্ত করা হয়নি। গতকাল মঙ্গলবার থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে,চলবে আগামী ২৮ মে পর্যন্ত। আগে আসলে আগে পাবেন- ভিত্তিতে এসব টিকেট বিক্রি করা হচ্ছে। এসব টিকেট দিয়ে চলতি বছরের ২৬ জুন থেকে ২৪ মার্চ ২০১৮ এর মধ্যকার যে কোনো সময় বিমানভ্রমণ করা যাবে। ভারতের ভেতরে বিভিন্ন জায়গায় তো বটেই,চাইলে বিশ্বের নানা দেশও ঘুরে আসা যাবে এ টিকেটে।
এছাড়া টিকেট ক্রেতারা একটি লাকি ড্র অফার প্রতিযোগিতায়ও অংশ নিতে পারবেন। বিজয়ীরা পাবেন ফ্রি আন্তর্জাতিক ও দেশীয় ফ্লাইট টিকিট,১০ হাজার রুপি মূল্যের হোটেল ভাউচারসহ আকর্ষণীয় সব পুরস্কার। সংস্থা থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে,সাধ্যের মধ্যে সব ভারতীয় নাগরিকের জন্য বিমানযাত্রাকে সুলভ করার জন্য এই অফারগুলো দেয়া হয়েছে।