News71.com
 International
 24 May 17, 10:49 AM
 228           
 0
 24 May 17, 10:49 AM

বিশ্বের সর্ব-বৃহৎ এয়ারক্রাফটের পরীক্ষা মুলক উড্ডয়ন সফল

বিশ্বের সর্ব-বৃহৎ এয়ারক্রাফটের পরীক্ষা মুলক উড্ডয়ন সফল

 

নিউজ ডেস্কঃ সফল ভাবে পরীক্ষা মূলক উড়ান শেষ করল বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট। বিশেষজ্ঞরা বলছেন,এই সফলতার মধ্য দিয়ে বাণিজ্যিকভাবে এটা ব্যবহার করার দিকে আরও একধাপ এগিয়ে গেল। হিলিয়াম গ্যাসে ভর্তি এই এয়ারক্রাফটটি মূলত উড়োজাহাজ,হেলিকপ্টার ও এয়ারশিপের বিভিন্ন প্রযুক্তির মিশ্রণে প্রস্তুত করা।

মানুষ নিয়ে সর্বোচ্চ পাঁচ দিন প্রায় ছ’হাজার ফুট উঁচুতে ভেসে থাকতে পারে এটি। মে মাসের ১০ তারিখে সর্বমোট ১৮০ মিনিট পরীক্ষামূলক ভাবে বাতাসে ভেসে ছিল এই এয়ারক্রাফ্টটি।এর প্রস্তুতকারক সংস্থা হাইব্রিড এয়ার ভেহিকেল জানিয়েছে, এয়ারক্রাফট হ্যান্ডেলিং,ইনপ্রুভ ল্যান্ডিং সহ একাধিক বিষয় পরীক্ষা করা হয়েছে। ব্রিটেনের কার্ডিংটনে সেই পরীক্ষায় সম্পূর্ণ রূপে উত্তীর্ণ হয় সেটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন