News71.com
 International
 24 May 17, 10:41 AM
 202           
 0
 24 May 17, 10:41 AM

ভারতের উত্তরাখণ্ডে ভাগীরথী নদী গর্ভে বাস পড়ে নিহত ২২ যাত্রী।।

ভারতের উত্তরাখণ্ডে ভাগীরথী নদী গর্ভে বাস পড়ে নিহত ২২ যাত্রী।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ডের ধারাসুর কাছে দুর্ঘটনা। ভাগীরথী নদী গর্ভে বাস পড়ে নিহত অন্তত ২২ যাত্রী। কয়েকজনের দেহ উদ্ধার হয়েছে। নিহতদের বেসিরভাগই মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা। ঘটনাস্থল নালুপানি এলাকা। এখানেই বাসটি পড়ে গিয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার কিছু পরে ঘটেছে দুর্ঘটনা।

বাসটিতে অন্তত ২৯ জন ছিলেন। তারা গঙ্গোত্রী থেকে হরিদ্বার ফিরছিলেন। দুর্ঘটনার পর রাজ্য সরকারের নির্দেশ শুরু হয়েছে উদ্ধার কাজ। নিহতদের পরিবার পিছু মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এক লক্ষ টাকা ও আহদের মাথা পিছু ৫০ হাজার টাকা ঘোষণা করেছেন।দুর্ঘটনার খবর পৌঁছতেই ইন্দোরে শোকের পরিবেশ। প্রিয়জনেদের দেহ ফিরে পেতে সরকারের কাছে আবেদন করেছেন নিহতদের আত্মীয়রা। রাজ্য সরকারের তরফে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহতদের পরিবার পিছু মধ্যপ্রদেশ সরকার ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন