News71.com
 International
 24 May 17, 12:45 AM
 175           
 0
 24 May 17, 12:45 AM

বাহরাইনের মোহাররাকে অগ্নিকাণ্ড, ৩ বাংলাদেশি নিহত।।  

বাহরাইনের মোহাররাকে অগ্নিকাণ্ড, ৩ বাংলাদেশি নিহত।।   

নিউজ ডেস্কঃ বাহরাইনের মোহাররাকে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া ভবন থেকে দ্রুত নিচে নামতে গিয়ে আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে মহাররাক কাজিনো গার্ডেনের পাশে একটি দোতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্রগ্রামের সীতাকুন্ড থানার সৈয়দপুর এলাকার কবির মিয়ার ছেলে মো. হারুন, শরীয়তপুর জেলার জাজিরা থানার বিকিনগর এলাকার কদম মাতবর গ্রামের সালাম মাতবরের ছেলে সুমন মাতবর ও মাদারীপুর জেলার পাঁচচর থানার ফারুক মিয়ার ছেলে মো. শাওন।

এদিকে,দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ দূতাবাস প্রথম সচিব(শ্রম ) শেখ মো. তৌহিদুল ইসলাম,জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দীন শিকান্দার,বাহরাইনের সিআইপি সফি উদ্দীন,আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন নুর,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি কয়েস আহমেদ,যুবলীগ সভাপতি এম এ করিম, বাংলাদেশ সোসাইটির আবুল বাশার ঘটনাস্থলে গিয়ে আহতের খোঁজ খবর নেন এবং তাঁদের মাঝে কাপড়,জুতা ও খাবার বিতরণ করেন। ভবনের বাসিন্দারা জানান,ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে তা পুরো দোতলা ভবনের ১৪টি রুমে ছড়িয়ে পড়ে। এ সময় আত্মরক্ষার্থে জানালা দিয়ে গামছা ও রশি বেঁধে তাঁরা নিচে নেমে রক্ষা পান। তবে নিচে নামতে না পারায় অপেক্ষাকৃত ভেতরের রুমে আটকে পড়ে তিন বাংলাদেশি মারা যান।

বাংলাদেশ দূতাবাস প্রথম সচিব(শ্রম) শেখ মো. তৌহিদুল ইসলাম বলেন,দূতাবাস ও কমিউনিটির তত্বাবধানে ক্ষতিগ্রস্থদের সকল প্রকার সহযোগিতা করা হবে, যাদের পাসপোর্ট পুড়ে গেছে,যথাযথ আইনানুগ ব্যবস্থ নিয়ে যত দ্রুত সম্ভব তাদের পাসপোর্ট তৈরি করে দেওয়া হবে। এ সময় তিনি অবস্থাসম্পন্ন প্রবাসীদের ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহ্ববান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন