News71.com
 International
 24 May 17, 12:43 AM
 220           
 0
 24 May 17, 12:43 AM

চীনা সীমান্ত এলাকা থেকে ভারতীয় সুখোই ফাইটার জেট নিখোঁজ।।  

চীনা সীমান্ত এলাকা থেকে ভারতীয় সুখোই ফাইটার জেট নিখোঁজ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ মাঝ আকাশে নিখোঁজ হয়ে গেল ভারতীয় সুখোই ফাইটার জেট। রেডিও কানেকশন,রাডারসহ সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিমানটির সাথে। চীনা সীমানন্তের কাছাকাছি হওয়ায় এই বিমান নিয়ে আশঙ্কায় রয়েছে ভারতীয় সেনারা। গতকাল মঙ্গলবার সকালে আসামের তেজপুরে ভারতীয় বিমান বাহিনীর এই বিমানটি নিখোঁজ হয়ে যায়। ওই বিমানে দু’জন পাইলট ছিলেন বলে জানা গেছে। এরই মধ্যে এ এয়ারক্রাফটকে খুঁজতে বড়সড় সার্চ অপারেশন শুরু করেছে দেশটির বিমান বাহিনী। আকাশে পাঠানো হয়েছে বিশেষ ফ্লাইং টিম।

জানা গেছে,এদিন সকালে আসামের তেজপুর থেকে বিমানটি উড়ে। রুটিন ট্রেনিং মিশনের অংশ হিসেবেই উড়ছিল বিমানটি। সকাল ১১ টায় শেষবার খোঁজ পাওয়া যায় ওই এয়ারক্রাফটের। তেজপুর থেকে ৬০ কিলোমিটার দূরে গিয়ে নিখোঁজ হয়ে যায় সুখোই বিমানটি। উল্লেখ্য,সুখোই হলো একটি মাল্টি রোল ফাইটার জেট,যা যেকোন আবহাওয়াতেই কাজ করে। গ্রাউন্ড অ্যাটাক থেকে এয়ার কমব্যাট-সব ক্ষেত্রেই সমানভাবে কার্যকরী এই বিমান। মূলত,এটি একটি রাশিয়ান যুদ্ধবিমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন