News71.com
 International
 23 May 17, 05:41 PM
 180           
 0
 23 May 17, 05:41 PM

কলকাতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে নজরুল মেলা।।  

কলকাতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে নজরুল মেলা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের কলকাতায় নজরুল মেলার আয়োজন করা হয়েছে। কলকাতা ছায়ানট আয়োজিত এই মেলা ১ জুন থেকে শুরু হয়ে চলবে ৪ জুন পর্যন্ত। বাংলাদেশ থেকে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন বিশিষ্ঠ নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা ও নজরুল ইনস্টিটিটের পরিচালক আব্দুর রাজ্জাক ভুঁইয়া। আজ মঙ্গলবার বিকেলে কলকাতা থেকে এই তথ্য নিশ্চিত করেছেন মেলার পরিচালক ও বিশিষ্ঠ নজরুল সঙ্গীতশিল্পী সোমঋতা মল্লিক। এছাড়াও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতা থেকে অংশ নেবেন নজরুলের পুত্রবধূ কল্যাণী কাজী,অলকানন্দা রায়,থাঙ্কমনি কুট্টি,পণ্ডিত মল্লার ঘোষসহ অনেকেই।

রবীন্দ্র সদন চত্বরের তিনটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। অডিটোরিয়ামগুলো হলো- শিশির মঞ্চ, অবনীন্দ্র সভাগৃহ, গগেন্দ্র শিল্প প্রদর্শশালা। ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত চেতনায় নজরুল শীর্ষক প্রদর্শনী চলবে। ২ ও ৩ জুন চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে বাংলাদেশ থেকে ৫০ এর অধিক নজরুল সঙ্গীতশিল্পী, আবৃত্তিকার ও সংস্কৃতি কর্মী অংশ নেবেন। ৪ তারিখে সেমিনারের মাধ্যমে নজরুল মেলার পর্দা নামবে বলে জানিয়েছেন সোমঋতা মল্লিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন