News71.com
 International
 23 May 17, 11:17 AM
 212           
 0
 23 May 17, 11:17 AM

ওয়েস্টার্ন ওয়াল স্পর্শকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।।  

ওয়েস্টার্ন ওয়াল স্পর্শকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্পই প্রথম যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়াল স্পর্শ করলেন। ইহুদি ধর্মমতে,ওয়েস্টার্ন ওয়ালের ধর্মীয় গুরুত্ব অনেক। প্রথা অনুযায়ী,দুই পাথরের মাঝে হাত রেখে ধর্মবাণী পড়েন ট্রাম্প। তবে এ সময় তার সঙ্গে ইসরায়েলের কোনো ইহুদি নেতা ছিলেন না।

ট্রাম্পের এই ধর্মীয় আচার ওয়েস্টার্ন ওয়ালে ইহুদিদের একাধিপত্য স্বীকারের শামিল বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের ওয়েস্টার্ন ওয়াল পরির্দশন উপলক্ষে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়,আশপাশের এলাকা থেকে লোকজন সরিয়ে ফাঁকা করে দেওয়া হয়। ইহুদি ধর্ম গ্রহণকারী ট্রাম্পের মেয়ে ইভানকা ওয়েস্টার্ন ওয়ালে নারীদের অংশ পরিদর্শন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন