News71.com
 International
 23 May 17, 10:39 AM
 221           
 0
 23 May 17, 10:39 AM

কিমের পারমাণবিক প্রয়োগ ঠেকাতে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।।

কিমের পারমাণবিক প্রয়োগ ঠেকাতে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।।

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে যে ভালো চোখে দেখছে না জাতিসংঘ তা আবার প্রমাণিত হল। কিম জং উনের মিসাইল পরীক্ষার আশঙ্কাকে সামনে নিয়ে এবার জরুরি বৈঠকে বসতে চলেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা। আজ মঙ্গলবার হতে চলেছে সেই বিশেষ বৈঠক। উপস্থিত থাকার কথা রয়েছে আমেরিকা,জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের। জানা গেছে,তাদের অনুরোধেই আয়োজন করা হয়েছে এই বিশেষ বৈঠক। আন্তর্জাতিক মহল বারবার নিষেধ করার পরেও পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে ইতিমধ্যেই সকলের চক্ষুশূল হয়ে উঠেছে উত্তর কোরিয়া। সম্প্রতি একই সপ্তাহে দুটি পারমাণবিক মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। চলতি বছরে এটি দশম পারমাণবিক পরীক্ষা উত্তর কোরিয়ার।

বিশেষজ্ঞরা জানিয়েছেন,উত্তর কোরিয়ার শেষ পরীক্ষিত মিসাইলটিতে ছিল ব্যাপক পরিমাণে পারমাণবিক সরঞ্জম। উৎক্ষেপণ স্থল থেকে ৫০০ কিলোমিটার দূরে গিয়ে সেটি পড়েছিল জাপান সাগরে। যা আরও আশঙ্কা বাড়িয়েছে জাপানের। আমেরিকাতেও পারমাণবিক হামলা চালানোর হুমকি দিয়ে রেখেছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন